বিহারী বাবু প্রশান্ত কিশোরের সাথে ফোনেও কথা বললেন না শুভেন্দু অধিকারী

বেশ কয়েকদিন ধরে শুভেন্দু অধিকারীর রাজনৈত্ক ভবিষ্যৎ কি হবে তা নিয়ে জল্পনা তুঙ্গে। ঠিক এমন পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীর সাথে সমঝোতা করতে তার কাঁথির বাড়িতে গতকাল পৌঁছেছিলেন মমতার ভাড়া করা বিহারী বাবু তথা ভোটকুশলী প্রশান্ত কিশোর। তবে সেই সময় উপস্থিত ছিলেন না শুভেন্দু ও তার ভাই দিব্যেন্দু অধিকারী।
আসলে ইচ্ছা করেই বিহারী বাবুর সাথে দেখা করেন নি শুভেন্দু। অবশ্য শুভেন্দু অধিকারী সাথে দেখা না হলেও তার বাবা শিশির অধিকারীর সাথে কথা হয়েছে প্রশান্ত কিশোরের। জানা যাচ্ছে, শিশির অধিকারীর সাথে ১৫মিনিট কথা হয়েছে। শুভেন্দুকে তৃণমূলে আরও গুরুত্বপূর্ন পদ ও মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সরাসরি কথা বলার প্রস্তাব দেওয়া হয়।
এ বিষয়ে শিশির অধিকারীর ফোন থেকে শুভেন্দুর সাথে প্রশান্ত কিশোর কথা বলতে চাইলে কথা বলবেন না বলে জানিয়ে দেয় শুভেন্দু অধিকারী। ফিরে আসতে হয় প্রশান্ত কিশোরকে। স্বাভাবিকভাবেই সময়ের সাথে সাথে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে শুভেন্দু অধিকারী তৃণমূল ছাড়ছেন। তবে তিনি বিজেপিতে ঢুকবেন না নিজের দল গঠন করে নির্বাচনে লড়বেন তা সময় বলে দেবে।
You May Like this Article