দুঃসংবাদ, হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়

রাজ্য তথা দেশবাসীর কাছে খুবই খারাপ খবর। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেট তথা বিসিসিআই সভাপতি ও বঙ্গ রাজনীতির চর্চিত নাম সৌরভ গাঙ্গুলি। সূত্রের খবর, বাড়িতে জিম করার সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। মাথা ঘুরে পড়ে যান তিনি। এরপর তড়িঘড়ি তাকে কাছের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি ভর্তি রয়েছেন আলিপুরের উডসল্যান্ড হাসপাতালে। ঠিক কোন কারণে সৌরভ আচমকা এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে তার এনজিওপ্লাস্টি করা হয়েছে। চিকিৎসকদের প্রাথমিক অনুমান হৃদরোগে আক্রান্ত হতে পারেন তিনি। এই মূহূর্তে হাসপাতালে উপস্থিত রয়েছেন মহারাজের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় ও দাদা স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়।
জানা যাচ্ছে মহারাজের শারিরীক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।তিনি কথাবার্তাও বলছেন বলেও সূত্রের খবর।তবে ঠিক কোন কারণে এই ব্ল্যাক আউট তা খতিয়ে দেখছেন চিকিৎসকরা।সৌরভের পরিবার জানিয়েছে, শুক্রবার রাতে কিছুটা অসুস্থ বোধ করছিলেন মহারাজ। আজ সকালে জিম করার সময় তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়।