প্রধানমন্ত্রীকে রাম ছাগলের সাথে তুলনা, ভাষার শালীনতা হারালেন তৃণমূলের সৌগত

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে দিন দিন ভাষার শালীনতা হারাচ্ছে তৃণমূল নেতৃত্ব। সেই তালিকায় রয়েছে অনুব্রত মন্ডল থেকে শুরু করে সৌগত রায়। এমনকি তালিকা থেকে বাদ নেই মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতিকালে তৃণমূল সাংসদ সৌগত রায় যেভাবে বিজেপি বিরোধীতা করতে গিয়ে ভাষার শালীনতা হারাচ্ছেন তাতে মনে হচ্ছে মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রতিযোগীতায় নেমেছেন তিনি। এদিনও তাঁর বক্তব্য থেকে সেই একই বার্তা পেল রাজ্যের মানুষ।
এদিন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে জোকার বলে সম্বোধন করেন সৌগত রায়। শুধু নাড্ডা নন, অমিত শাহ ‘পেট মোটা’ বলে এমনকী খোদ প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধেও কটূক্তি করেছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দাড়ি প্রসঙ্গে বলেন, প্রধানমন্ত্রীও দাড়ি রাখছেন, রামছাগলও দাড়ি রাখে। তিনি আরও বলেন,’লকডাউনের সময় মোদীর ব্যর্থতার জন্য পায়ে হেঁটে বাড়ি ফিরতে হয়েছে হাজার হাজার মানুষকে। তাঁদের জন্য ৫ হাজার টাকা সাহায্য পর্যন্ত মোদী সরকার করেনি।
এছাড়া তিনি বলেন, সময় মতো লকডাউন না করায় করোনা এত বাড়ল। কেন সময় মতো করেনি? কারণ, ট্রাম্প আমেদাবাদে গিয়েছিলেন। তখন মোদী আর অমিত শাহ আমেদাবাদে ছিল ট্রাম্পকে অভ্যর্থনা দেওয়ার জন্য। একদিকে দিল্লিতে দাঙ্গা হচ্ছে আর ভারতবর্ষে করোনা হচ্ছে। ট্রাম্প হেরে যাওয়ায় মোদীর উচিত ছিল ভারতের মানুষের কাছে কান ধরে ক্ষমা চাওয়া। সেই সৎ সাহস তার নেই। একইসঙ্গে তিনি কটাক্ষ করে বলেন “ওখানে ট্রাম্প হেরেছে, এবার মোদী হারবে।”
You May Like this Article