খুব শীঘ্রই বিজেপিতে যোগদান করতে চলেছেন শুভেন্দুর বাবা শিশির অধিকারী

সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী।তিনি বিজেপিতে আসলেও এখনও পর্যন্ত তার বাবা শিশির অধিকারী ও ভাই দিব্যেন্দু অধিকারী রয়ে গেছেন তৃণমূলেই। তবে আজ তার আরও এক ভাই সৌমেন্দু অধিকারী কাঁথির ডরমেটরির সভায় গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন। তবে এখানেই নয় খুব শীঘ্রই শিশির অধিকারীও বিজেপিতে যোগদান করতে চলেছেন।
সম্প্রতি শিশির অধিকারী তৃণমূলের মির্জাফোর প্রসঙ্গে বলেছেন, মেদিনীপুরের মানুষ ইঞ্চিতে ইঞ্চিতে এর জবাব দেবে। এছাড়াও কাঁথিতে তৃনমূলের জনসভায় সৌগত রায়ের মন্তব্যে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন তিনি। কাঁথির সভা থেকে তৃণমূল অধিকারী পরিবার নিয়ে যে মন্তব্য করেছে তাতে বেজায় চটেছে রয়েছে শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী।
ফলে কার্যত তিনি যে বিজেপিতে যোগদান করবেন তা স্পষ্ট। কিছুদিন আগেই এক সভা থেকে শুভেন্দু অধিকারী বলেছিলেন, এখনও বাসন্তী পুজোটা আসেনি, রামনবমী আসেনি। রামনবমীটা আসতে দিন। আমার বাড়ির লোকেরাও পদ্ম ফোটাবে। আর শুভেন্দুর সেই কথাই সত্য করে অধিকারীর আজ বিজেপিতে যোগদান। এরপরের পালা শিশির অধিকারীর।