সকলের উৎসাহে জল ঢেলে দিলেন জনপ্রিয় নেতা শুভেন্দু অধিকারী

গত কয়েক মাস ধরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে শুভেন্দু অধিকারীকে গুঞ্জন থামছেনা। গুঞ্জন শুরু হয় তিনি তৃনমূল দল ত্যাগ করবেন। এই সকল গুঞ্জন সত্যি করে গত শুক্রবার তৃণমূল সরকারে সাথে সমস্ত সম্পর্ক অফিসিয়াল ভাবে বিচ্ছিন্ন করেছেন শুভেন্দু অধিকারী। সেদিন তিনি তার মন্ত্রিত্ব পদ ছেড়েছেন। এই প্রসঙ্গে তিনি ইস্তফা পত্র দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,এবং রাজ্যপালকে। আজ রবিবার, শুভেন্দুর মন্ত্রিত্ব ছাড়ার পর প্রথম জনসভা ছিল তার।
প্রসঙ্গত,তার এই জনসভার খবর প্রকাশ পাওয়ার পর থেকে শুরু হয় চরম উত্তেজনা। রাজনৈতিক দলের লোক থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই ভেবেছিলেন হয়তো সভাতে দাঁড়িয়ে কোন ইঙ্গিতপূর্ণ বার্তা দেবেন সদ্য দল থেকে ইস্তফা দেওয়া শুভেন্দু। কিন্তু এসব কিছুই তিনি বললেন না।শুভেন্দুর সভায় আলোচনা বিষয় কেন্দ্র হল বাংলা এবং বাঙালির আবেগ।
পাশাপাশি তিনি তুলে ধরলেন তাম্রলিপ্তর ইতিহাস, মাতঙ্গিনী হাজরা, শহীদ ক্ষুদিরাম বসুর কথা। এখানেই শেষ নয়, তিনি ভারতীয় সংবিধানেরও উল্লেখ করেন। সংবিধান প্রসঙ্গে তিনি বলেন , ‘বাই দ্যা পিপল, ফর দ্য পিপল’, অর্থাৎ জনগণ হচ্ছে সব। সে ক্ষেত্রে আপামর জনগণকে সাথে নিয়ে আগামী দিনগুলোতে কাজ করবেন তিনি, এমনই অঙ্গীকার করেন শুভেন্দু অধিকারী। মোট কথা অ-রাজনৈতিক সভা,অ-রাজনৈতিকই থাকল। তৃনমূল, বিজেপি নেতা থেকে শুরু করে সাধারণ মানুষদের সমস্ত উৎসাহে জল ঢেলে দিলেন শুভেন্দু অধিকারী।
You May Like this Article