তৃণমূল সূপ্রিমো মমতার বীরভূম সফরের আগে পোস্টার, ‘হয় শিল্প দাও, নাহলে জমি’

এবার মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূম সফরের আগে বোলপুরের রাস্তায় পড়ল পোস্টার। এই পোস্টারে মূখ্যমন্ত্রীর উদ্দেশ্যে লেখা, ” হয় শিল্প দাও নাহলে জমি।” আগামীকাল বীরভূম সফরে যাচ্ছেন তৃণমূল সূপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপর ২৯ তারিখ হবে মেগা রোড শো। তার আগে আজ শিবপুর মৌজার একাধিক জায়গায় এই ধরনের পোস্টার।
জানা যাচ্ছে, শিবপুরের জমিহারা কৃষক সংগঠনের তরফ থেকে এই পোস্টার লাগানো হয়েছে। শুধু তাই নয় এমনকি পোস্টারে লেখা হয়েছে, ফাঁকতালে আদালত থেকে বড়লোকের বাংলো বিক্রি করে পয়সা লোটার অনুমতি খোঁজা সরকার নিপাত যাক।” এছাড়াও পোস্টারে লেখা হয়, ‘শিল্পের নামে প্রোমোটারি চালানো দুর্নীতিবাজ সরকার চাই না, কৃষকের বুকের উপর বানানো পাঁচিল ভেঙে দাও, গুঁড়িয়ে দাও।কার্যত এ ধরনের পোস্টারে রীতিমতো অস্বস্তিতে তৃণমূল নেতৃত্ব।
প্রসঙ্গত উল্লেখ্য, বাম আমলে শিল্পের জন্য বীরভূমের এই শিবপুর মৌজায় জমি অধিগ্রহণ করা হয়েছিল। তবে বামেরা ক্ষমতাচ্যুত হলে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর ঘোষণা করেছিলেন, এই শিবপুর মৌজায় শিল্প নয় তার পরিবর্তে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় আর গীতবিতান টাউনশিপ গড়ে তোলা হবে।এরপর যে সমস্ত কৃষকরা জমি দিয়েছিলেন তারা বেঁকে বসেন। বিজেপি কটাক্ষ করে বলেছে, পুরোটাই তৃণমূলের ধাপ্পাবাজি। ভাইদের কাটমানি খাওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে।
You May Like this Article