পঞ্চম থেকে নবম শ্রেণি অবধি হবে না কোনো পরীক্ষা, ঘোষণা শিক্ষা দপ্তরের

এবার পঞ্চম থেকে নবম শ্রেণি অবধি হবে না কোনো পরীক্ষা – ঘোষনা রাজ্য শিক্ষা দপ্তরের। করোনা পরিস্থিতিতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য শিক্ষাদপ্তর। পঞ্চম থেকে নবম শ্রেণি অবধি এই বছর হবে না আর কোনো পরীক্ষা। পরীক্ষা ছাড়াই সবাইকে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ ঘোষনা করা হল। আজ সন্ধ্যের পর এক বিবৃতিতে সরকারের তরফ থেকে এক বিবৃতির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।
কোভিড পরিস্থিতিতে প্রায় ৮ মাস স্কুল কলেজ বন্ধ৷ কবে খোলা যাবে তা নিয়েও স্পষ্ট করে কিছুই বলা যাচ্ছে না। বিশেষজ্ঞদের একটা অংশের মতে শিশুরাই করোনাদ সুপার স্প্রেডার তাই তাদের নিয়ে কোনোরকম ঝুঁকি নিতে চাইছে না সরকার। অনলাইন মাধ্যমে রাজ্যের স্কুলগুলিতে পড়াশোনা চললেও তা কখনই সামনাসামনি ক্লাসের বিকল্প হয়ে উঠতে পারছে না৷ দেখা দিচ্ছে নানা টেকনিকাল জটিলতাও। সবার কাছে স্মার্টফোন, ইন্টারনেট পরিষেবা আছে কিনা উঠছে সেই প্রশ্নও।
You May Like this Article