বাংলাকে বাঁচাতে মমতাকে ক্ষমতা থেকে সরাতে হবে, বললেন কুস্তিগির যোগেশ্বর দত্ত

এবার মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুললেন কুস্তিগির যোগেশ্বর দত্ত। ক্রীড়াদুনিয়া থেকে বিজেপিতে যোগ দিয়েই শাসকদল তৃণমূলকে আক্রমণ করতে শুরু করেছেন যোগেশ্বর দত্ত।নিজের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে লিখলেন, ‘মমতা হাঁটাও, বাংলা বাঁচাও। স্বাভাবিকভাবেই যোগেশ্বর দত্তের এই টুইটে বেজায় চটেছে সবুজ বাহিনী তৃণমূল।
তবে তার করা এই টুইটে মন কেড়েছে বিজেপি সমর্থক ও নেতা কর্মীদের। এই ট্যুইট নিজের অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন কৈলাস বিজয়বর্গীয়। ট্যুইটটিতে ইতিমধ্যেই ৩২.৮ক লাইক পড়েছে। পাশাপাশি ৩.৫ক বার রিট্যুইটও হয়েছে। যেভাবে বাংলায় তৃণমূলে ভাঙন ধরেছে তাতে আগামী দিনে বাংলায় ক্ষমতায় টিকে থাকা শাসকদলের পক্ষে অনেক চ্যালেঞ্জিং।
একুশের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, তত বেশি করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক প্রেক্ষাপট। শুভেন্দুর বিজেপিতে যোগদানের পর সেই উত্তাপ আরও বেড়েছে।একদিকে শাসক দলের নেতারা যেমন বেসুরে হয়েছে অপরদিকে তেমনি দিনদিন বিজেপির শক্তিবৃদ্ধি হয়েছে। এমতাবস্থায় আগামী দিনে কার মুখে হাসি ফুটবে সেদিকেই নজর থাকবে সকলের।