এপ্রিলে এরাজ্যে বিধানসভা ভোট! বাংলায় ফের আসছেন উপ নির্বাচন কমিশনার

সময় যত এগোচ্ছে তত এ রাজ্যে রাজনৈতিক উত্তাপ চরমে। তবে কবে হচ্ছে বাংলায় ২০২১-এর বিধানসভা নির্বাচন ? রাজনৈতিক মঞ্চ থেকে চলতি বছরের মে মাসে বিধানসভা ভোটের কথা শোনা গেলেও সূত্রের খবর অনুযায়ী এপ্রিলের গোড়াতেই বিধানসভা নির্বাচন সেরে ফেলতে চাইছে কমিশন। আর সেই কারনেই কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তৎপরতা তুঙ্গে।
জানা যাচ্ছে, ভোটের তৎপড়তার কারনেই রাজ্যে আসছেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন। নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে ও ভোটার তালিকা পর্যালোচনার জন্য ১২ ও ১৩ জানুয়ারি তিনি কলকাতায় আসবেন। করোনা আবহে ভিড় এড়াতে প্রয়োজনে ভোটকেন্দ্রের সংখ্যাও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলছে ভোটার তালিকা সংশোধনের কাজ।
নির্বাচন কমিশন জানিয়েছে, ১৫ জানুয়ারি প্রকাশ করা হবে সংশোধিত ভোটার তালিকা। আর তার ঠিক আগে দু’দিন সফরে রাজ্যে আসছেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন।এর আগে ডিসেম্বরে ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে এসেছিলেন তিনি।
You May Like this Article