শাসক দলে আবারও ভাঙন, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ ৫০০ টি সংখ্যালঘু পরিবার

রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে আবারও তৃণমূলে বড়সড় ভাঙন। এবার শাসকদলের সংখ্যালঘু ভোটে থাবা বসাল বিশ্বের সব থেকে বড় দল। জানা যাচ্ছে, শুক্রবার বাঁকুড়ার সোনামুখী পিয়ারবেড়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সমেত ৫০০ টি পরিবারের ১ হাজার জন্য সংখ্যালঘু নেতা-কর্মী গতকাল গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন।
তাদে হাতে দলীয় পতাকা তুলে দেন বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি সুজিত অগস্থি। সংখ্যালঘু পরিবারের যোগদান প্রসঙ্গে তিনি জানিয়েছেন, আজকের এই যোগদান মেলার ফলে বিজেপির শক্তিসোনামুখী বিধানসভা এলাকায় কয়েকগুণ বৃদ্ধি পাবে। এই কেন্দ্রে আগামী বিধানসভা ভোটে বিজেপি নিশ্চিত জয়লাভ করবে।
তবে তার এই দাবি মানতে নারাজ পিয়ারবেড়া গ্রামের তৃণমূল নেতৃত্ব। স্থানীয় তৃণমূল নেতা প্রকাশ সাহা জানিয়েছে, বিজেপি ভুয়ো খবর ছড়াচ্ছে।যাদের নাম বলছে তাঁরা কেউই সোনামুখী ব্লকের না। আমাদের দল থেকে কেউ বিজেপিতে যোগ দেয়নি। রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে। তাঁরা কোনওমতেই দাঙ্গাবাজ বিজেপির হাত ধরবে না।